অভয়ার মৃত্যু নয়, বিবেকের অন্ত্যেষ্টি
অভয়া কি মারা গেছে?
না, যায় নি, মারা গেছে রাষ্ট্রের বিবেক।
আর আমরা একে নাম দিয়েছি– “দুর্ভাগ্যজনক ঘটনা।”
ফুলে ঢাকা অপরাধ
যারা খুন করেছে, তাঁদের মুখে এখন শোকের ছায়া,
হাতে পুষ্পস্তবক;
কিন্তু চোখে ঘুরে বেড়াচ্ছে পরিকল্পনার ধুলো।
যেন অপরাধের উপর ফুল দিলেই ন্যায় ফিরে আসে।

( কিন্তু মরা মানুষ তো সহজ,
কারন সে প্রশ্ন করে না,
করে না কোনও প্রতিবাদ, বিদ্রোহ।
নিথর নক্ষত্রের আর কোনও দাবী থাকে না,
থাকে না কোনও চাওয়া-পাওয়া।
পড়ুন– Click: জুবিন গার্গ হওয়া কঠিন, সেলিব্রিটি সোজা! )
ক্ষমতার হাতে লেখা স্ক্রিপ্ট
এই সভ্যতা এখন এক নিখুঁত নাট্যমঞ্চ,
যেখনে অপরাধীরা অভিনয় করে নির্দোষের চরিত্র,
আর দর্শক হাততালি দেয়–
কারণ স্ক্রিপ্টটা লিখেছে ক্ষমতা নিজেই।
অভয়ার অবিক্রিত মেরুদণ্ড
অভয়া জানত সত্য বললে,
একদিন মৃত্যুর দরজা খুলে যাবে।
তবু বলেছিল,
কারণ সে মেরুদণ্ড বিক্রি করেনি টেন্ডারে।
মানুষ হওয়ার অভিনয়
হয় বিবেক মরত, নয় সে।
সে মরল, কারণ রাষ্ট্র চায় না বিবেক বেঁচে থাকুক।
বেঁচে থাকলে রাজনীতি উলঙ্গ হত।
আর আজ যারা শোক পালন করছে,
তাঁরা মানুষ হওয়ার অভিনয়ে পটু।
পচনের পুরোহিতরা
রাজনীতির গন্ধ এখন পচে গেছে,
সেই গন্ধে লুকিয়ে আছে পচনের পুরোহিতরা,
যারা দিনে ভাষণ দেয় ন্যায় নিয়ে,
রাতে ভাগ করে নেয় অন্যায়ের কমিশন।

নাম মুছে ফেলার রাজনীতি
তাঁদের মুখে আজও স্লোগান,
কিন্তু হাতের নিচে নথি।
সেখানে মুছে ফেলা হয়েছে অভয়ার নাম।
ভাষার বিবর্তন ও নীতির মুখোশ
এখন খবরের শিরোনাম বদলে গেছে,
অপরাধের ভাষা হয়েছে– “অভিযুক্ত” নয়, ” সন্দেহভাজন।”
যারা খুনের সাথে জড়িত,
তাঁরা আজ নীতির আলোচনায় ভালো বক্তা।
কবে মানুষ ভুলে যাবে
তাঁদের মুখে এখন ধর্ম,
বুকে পতাকা,
কিন্তু মনের ভিতরে শুধু হিসেব–
কবে মানুষ ভুলে যাবে।
প্রতিদিন বদলানো ন্যায়ের সংজ্ঞা
অভয়ার দগ্ধ শরীরের যে গন্ধ,
তাঁরা এয়ার ফ্রেশনারে ঢেকেছে।
ক্যামেরার সামনে সাদা পোশাক পরে বলছে–
“আমরা ন্যায় চাই।”
ন্যায়, যার সংজ্ঞা তাঁরা প্রতিদিন পরিবর্তন করে।
যাতে নিজেদের নামটা বাদ থাকে।
বুদ্ধিমত্তার ছদ্মবেশে অন্যায়
এই পৃথিবী এখন ভয়ঙ্করভাবে বুদ্ধিমান,
এখানে অন্যায় যুক্তির মুখোশ পরে হাঁটে,
অপরাধ আইনের পথ নয়– ফাঁক খুঁজে নেয়,
আর বিবেক নিরুপদ্রবভাবে অবসর নেয়।
অভয়ার প্রতিধ্বনি
অভয়া আর ফিরবেনা,
কিন্তু তাঁর রক্তের ধারা এখনও স্রোত হয়ে বইছে,
প্রতিটা পুরোহিতের যজ্ঞের আগুনে।
যখনই কোনো মানুষ প্রশ্ন করবে,
সে আগুন তাড়া করবে তাঁদেরই।

অন্যায়ের ক্ষমতা ভয়েই বাঁচে
কারণ অভয়া মৃত নয়,
সে এক প্রতিধ্বনি,
যা রাজনীতির দেয়ালে প্রতিদিন ফিরে আসে, এই বলে–
“অন্যায় যে ক্ষমতায় বাঁচে, সে ভয়েই মরে।”
প্রশ্নের অতৃপ্ত আত্মা
আজ প্রশ্নের অতৃপ্ত আত্মারা,
রাতে ঘোরে ছায়া হয়ে–
ন্যায় কি তবে ডাইনোসরের পথে?
মানুষের নিরাপত্তা কোথায়?
ক্ষমতার গুহায় তাকে বন্দী রাখবে কতদিন?
গণতন্ত্র কি তবে সত্যিই কোমায়?
( যাদের শেখানো হয়নি কোনও দিন,
ধর্ম মানে ভালোবাসা,
রাজনীতি মানে দায়িত্ব।
পড়ুন– Click: দুই নেকড়ে! )
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।