Categories: Prose Poetry

আমি ছুঁয়েছি স্বর্গকে!

ক্ষীন দৃষ্টি আর পাতলা হয়ে গুটিয়ে আসা চামড়ার জঙ্গলে,
ভারসাম্যহীন দেহটাকে ডালপালার মতন টেনে হিঁচড়ে-
আমি আজও আসি তোমার-আমার প্রিয় সেই বকুল গাছটার তলায়-

যদি শেষবার রেখে যেতে পারি
তোমার সেই কাজল কালো চোখে
আমার এই দৃষ্টি,

যে দৃষ্টি শুধুমাত্র চিনতে পারবে তুমি।

যে দৃষ্টিতে থাকবে একবুক হাহাকার ব্যাকুলতা ও না-পাওয়ার তীব্র বেদনা!
থাকবে হতাশা
ও আকাশ-পাতাল আন্দোলিত করা নীরব এক আর্তনাদ!

যদি একবার শুনতে পারি তোমার শব্দ,
যদি ছুঁতে পারি শেষবারের মতন তোমার হাতটা,

( কথা ছিল জীবনটা শেষ পর্যন্ত কাটাবো একসাথে,
কিন্তু এ কি খেলা বিধাতার?
কেন আমায় রেখে গেলে একা?
প্রতিদিন আমি মরছি একটু একটু করে।
পড়তে পারেন নিচের লেখাটাঃ)

দ্বিতীয় নিঃশ্বাস!

যদি ভুল করেও আসো চলে, মৃত্যুকে বলে দেব চোখ রাঙিয়ে:

“তোকে আর ভয় পাইনা আমি,
স্বর্গসুখ পেয়েছি আমি,
আমি ছুঁয়েছি স্বর্গকে!”

তখন মৃত্যুও হবে কেবল এক প্রহরী,
যে দরজা খুলে দেবে তোমার কাছে ফেরার।

অশ্রুর ভিতর দিয়ে আলো হয়ে তুমি হাসবে,
আর আমি বিশ্বাস করবো-

ভালোবাসাই হল একমাত্র স্বর্গ,
যেখানে আমি সত্যিই ছুঁয়েছি তোমায়।

 

তন্ময় সিংহ রায়

Articles Bangla

Recent Posts

স্বামী বিবেকানন্দ– বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টির সেই মুহুর্ত!

মানবতার মন্দিরে ধর্ম এক সুর সে মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, কিংবা হোক বৌদ্ধ, জৈন…

2 days ago

মায়ান রহস্য– হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধানে!

হারানো সভ্যতার নিঃশ্বাস ঘন জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে প্রাচীন পাথরের দেয়াল; লতা-গুল্ম যেন সময়ের…

3 days ago

ঈশ্বর এখন রাজনীতির প্রার্থী!

রাজনীতি এখন ধর্ম নয়, রক্তচাপ মানুষ এখন শুধু ভোটে রাজনীতি করে না– রাগে, ভালোবাসায়, ঘুমে,…

5 days ago

ঈশ্বর আছেন, না নেই?– ন্যায়ের পরীক্ষা!

ঈশ্বর আছেন, না নেই?– ন্যায়ের খাঁড়ায় বিশ্বাস ও অস্থিরতা মানুষের মন বহুবার একই জায়গায় এসে…

6 days ago

ডিজিটাল ভ্রমণ– রহস্য-রোমাঞ্চে ভরা পৃথিবী!

পৃথিবীঃ এক ঘূর্ণনশীল অবিরাম রহস্যের জন্মভূমি পৃথিবী আমাদের জন্মভূমি, এক অবিরাম রহস্যের ঘূর্ণায়মান গ্রহ। আমরা…

6 days ago

ছায়ারও নিজস্ব সত্য আছে!

ছায়ারও নিজস্ব সত্য আছে, শুধু আলো বেশি পেলে– ওটা দেখা যায় না।  

1 week ago