সন্ধ্যার আকাশের নিচে জ্বলছে চিতা(Funeral Pyre), মানুষের শেষ যাত্রা ও বিদায়ের দৃশ্য।
তুমি কি সত্যিই শুয়ে আছো ঐ কাঠের ওপরে মা?
ঐ আগুন কি সত্যি?
না কি আমি কেবল দেখছি এক
দুঃস্বপ্ন-
যেখান থেকে এখনও ঘুম ভেঙে
ওঠা বাকি?
আমার চোখের সামনে নির্দয়
আগুন কেমন উঠছে ওপর দিকে-
আর তোমার চেনা শরীর ধীরে ধীরে কেমন অচেনা হয়ে যাচ্ছে।
মা- তুমি তো সব জানতে,
কে কখন কাঁদছে, কে ক্ষুধার্ত,
কেই বা ভেঙে পড়েছে…
আজ এই আগুন তোমার শরীরকে
ক্রমশঃ ছোটো করে দিচ্ছে,
আর আমি দাঁড়িয়ে আছি কেমন ছেলেমানুষের মত-
চিৎকার করতেও পারছি না,
আমার সব শক্তি যেন তোমার সাথে ঐ আগুনে।
তুমি তো বলেছিলে-
“আমি না থাকলে নিজেকে সামলাতে শিখতে হবে তোকে।”
কিন্তু তবুও তুমি ছিলে-
তোমার বলা প্রতিটা ভয় তখন আমার কাছে ছিল আশ্বাসের মত।
কিন্তু আজ-
আমার গোটা হৃদপিণ্ডটাই যেন অন্ধকার হয়ে যাচ্ছে,
যেখানে আর সেই আলো ঢুকবে না কোনও দিনও।
( ক্লিক করে নিচের লেখাটা পড়তে পারেনঃ)
তোমার ভাত মাখানো হাতটা কোথায় মা?
এখনই উঠে এসে কেন বলতে পারছো না-
“এই আগুন ফাঁকি, এই তো আমি!”
তুমি ছিলে আমার সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা-
আজ সেই ঠিকানাই ছাই হয়ে উড়ে যাচ্ছে কোনও এক অজানা ঠিকানায়।
আমি হাত বাড়াতে চাই-
কিন্তু কিছুই পাইনা, শুধু ধোঁয়ায় ভেসে আসে তোমার
শেষ নিঃশ্বাসের সেই গন্ধ।
এই যে আগুন, এতটাই বাস্তব-
তবু কেন মনে হচ্ছে, এটা এক
নির্মম ভুল?
একটা আস্ত শরীর নিয়ে আগুনটা
উপরে উঠছে-
তুমি ফুঁ দিয়ে নিভিয়ে দাও মা।
এসে বলো আমায়-
মৃত্যুটা ভুল ছিল খোকা।
তুমি ফিরে এসো ভুল শুধরাতে।
কেউ বলছে, কাজ সম্পূর্ণ হল,
কেউ ফুল ছুঁড়ছে, কেউ করছে প্রণাম-
আর আমি তখনও তাকিয়ে দেখছি এই মুহূর্তটার দিকে,
তুমি আগুনে, আর আমি অবিশ্বাসে।
তুমি গেলে-
আর আমার ভেতরের ছেলেটাও যেন মরে গেল আজ।
কেউ তা দেখতে পায় না, কেউ জানলো না- শুধু আমি জানি,
আমার ভেতরেও জ্বলছে একটা চিতা, যা নিভবে না কোনও দিন।
তোমার মতন কেউ এসে আর বলবে
না-
“ভয় পাস না খোকা- আমি তো আছি।”
এই ভয়টাই এখন আমার নতুন মা!!
তন্ময় সিংহ রায়
মানবতার মন্দিরে ধর্ম এক সুর সে মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, কিংবা হোক বৌদ্ধ, জৈন…
হারানো সভ্যতার নিঃশ্বাস ঘন জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে প্রাচীন পাথরের দেয়াল; লতা-গুল্ম যেন সময়ের…
রাজনীতি এখন ধর্ম নয়, রক্তচাপ মানুষ এখন শুধু ভোটে রাজনীতি করে না– রাগে, ভালোবাসায়, ঘুমে,…
ঈশ্বর আছেন, না নেই?– ন্যায়ের খাঁড়ায় বিশ্বাস ও অস্থিরতা মানুষের মন বহুবার একই জায়গায় এসে…
পৃথিবীঃ এক ঘূর্ণনশীল অবিরাম রহস্যের জন্মভূমি পৃথিবী আমাদের জন্মভূমি, এক অবিরাম রহস্যের ঘূর্ণায়মান গ্রহ। আমরা…