Categories: Prose Poetry

মনের গোলকধাঁধা!

মন এক অনন্ত ভ্রমনপথ,
যেখানে প্রতিটা চিন্তা জন্মায় আলোয়, আর মরে অন্ধকারে।
কখনও সে শিশুর মত সরল,
আবার হঠাৎই সে পাথরের মত স্থির, অনুভূতিহীন।

আমি নিজেই নিজের ভিতরে হেঁটে বেড়াই,
একেকটা স্মৃতি যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে,
যার গায়ে খোদাই করা– “এখানে কেঁদেছিলে।”
আরেক দেয়ালে লেখা– “এইখানে হেসেছিলে নির্দ্বিধায়!”

মন সব জানে, কিছুই বলে না।
তার ভাষা নেই, তবু সে প্রতিদিন ঘোষক হয়ে ওঠে।
কখনও স্বপ্নের ভাষায়, কখনও অপরাধবোধের শ্লোক পড়ে।
রাতের বেলায় সে বিচারক হয়।
দিনের বেলায়, পথভ্রষ্ট বালক।

( উৎসবের ভিড়ে সবাই আজ দর্শক নয়।
অনেকে ভীষণ ব্যস্ত দেখাতে।
নতুন পোশাক, দামি পারফিউম, ক্যামেরায় কৃত্রিম হাসি,
সবকিছু যেন অন্যকে বোঝানোর জন্যে।
আর সেই নিরন্তর প্রদর্শনীর মাঝে,
একজন মানুষ দাঁড়িয়ে আছে আবছা হয়ে।
তাঁর কাপড়ের রং ফিকে হলেও সেলাইগুলো বেশ শক্ত।
শিরোনামে ক্লিক করে পড়ুনঃ উৎসবের আনন্দে চাপা পড়া এক বাবার ছবি! )

আমি কখনও তাকে সামলাই, কখনও সে আমাকে।
তর্ক হয়, কে প্রকৃত মালিক?
দেহ বলে– “আমি,” আত্মা বলে– “না, আমি।”
আর মন হাসে, বলে, “তোদের এই ঝগড়াতেই আমার অস্তিত্ব!”

কেন এমন করে সে দ্বন্দ্ব রচনা করে?
হয়তো সে জানতে চায়, আমি আসলে কে?
সদয় মানুষ, না লোভী প্রাণী?
ভালোবাসার নদী, না হিংসার আগ্নেয়গিরি?

মন এক আয়না, কিন্তু সে আয়নায় নিজের চেহারা দেখা যায় না।
দেখা যায় শুধুই নিজেকে লুকানোর কৌশল।
তবু প্রতিদিন আমি তার সামনে দাঁড়াই,
হয়তো সে একদিন মুখখোলা শিশুর মতন বলবে,
“তুই যেমন আছিস, তেমনই থাক,”
আমি তোকে গ্রহণ করেছি বহুকাল আগেই।”

শান্তি মানে আলো কিংবা ছায়া নয়,
শান্তি মানে– দুটোকে একসাথে বুকে নেওয়ার ক্ষমতা।

 

Articles Bangla

Recent Posts

স্বামী বিবেকানন্দ– বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টির সেই মুহুর্ত!

মানবতার মন্দিরে ধর্ম এক সুর সে মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, কিংবা হোক বৌদ্ধ, জৈন…

2 days ago

মায়ান রহস্য– হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধানে!

হারানো সভ্যতার নিঃশ্বাস ঘন জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে প্রাচীন পাথরের দেয়াল; লতা-গুল্ম যেন সময়ের…

3 days ago

ঈশ্বর এখন রাজনীতির প্রার্থী!

রাজনীতি এখন ধর্ম নয়, রক্তচাপ মানুষ এখন শুধু ভোটে রাজনীতি করে না– রাগে, ভালোবাসায়, ঘুমে,…

5 days ago

ঈশ্বর আছেন, না নেই?– ন্যায়ের পরীক্ষা!

ঈশ্বর আছেন, না নেই?– ন্যায়ের খাঁড়ায় বিশ্বাস ও অস্থিরতা মানুষের মন বহুবার একই জায়গায় এসে…

6 days ago

ডিজিটাল ভ্রমণ– রহস্য-রোমাঞ্চে ভরা পৃথিবী!

পৃথিবীঃ এক ঘূর্ণনশীল অবিরাম রহস্যের জন্মভূমি পৃথিবী আমাদের জন্মভূমি, এক অবিরাম রহস্যের ঘূর্ণায়মান গ্রহ। আমরা…

6 days ago

ছায়ারও নিজস্ব সত্য আছে!

ছায়ারও নিজস্ব সত্য আছে, শুধু আলো বেশি পেলে– ওটা দেখা যায় না।  

1 week ago