শূন্যতাও কথা বলে, তবু তোমায় ডাকি কাছে। চোখে জল নেই, শুধু ভিতরে বরফ জমে আছে!
দূরে থেকেও, যায় থাকা কাছে। হৃদয় চাইলে– চাঁদও ঝুলবে গাছে।
বিধাতা বলল– "পুড়তে হবে," আমি বললাম– "আজ্ঞে!" তাই আজীবন তুমি হৃদয়েই ছিলে, ছিলে না শুধু ভাগ্যে!
করুক প্রবেশ মন গভীরে ভালোবাসার মূল, আমি না হয় বৃন্ত হব, তুই হোস ফুল।