Categories: Prose Poetry

দ্বিতীয় নিঃশ্বাস!

পর্দা সরানো সকালগুলোতে-
এখনও আলো তোমার মতই পড়ে দেয়ালে।
টেবিলের চা শেষ করে ফেলি ঠান্ডা হওয়ার আগেই-
কোথাও যেন বিরক্তির ভাঁজ পড়ে গেছে বাতাসে।

( মা’কে যারা জীবন দিয়ে ভালোবাসেন,
তাঁদের জন্যে নিচের এই লেখাটা পড়তে পারেনঃ )

চিতা!

বাজারে গেলে ছায়া পড়ে দুজনের, যদিও পা একজোড়া।
তোমার শাড়ির ভাঁজে আজকাল গুছিয়ে রাখি নিজেকে।
রাত নামলে বিছানার পাশ ঘেঁষে নিঃশব্দে উঠে দাঁড়ায় কেউ-
আর আমি, আর একটু ভিতরে সরে যাই,
যেন এখনও জায়গা দিতে হবে।

তোমার ছায়া এখন আর আলোতে নয়,
দিব্যি হেঁটে চলে বেড়ায় আমার ভিতরে-
পায়ের শব্দ ছাড়াই।

ভেঙে রাখা আলমারিতে আজও তোমার ভাঁজ করা গন্ধ-
সময় ছোঁয় না ওগুলো।
রাত বাড়লে বাতাসেও টের পাই,
কেউ একজন অভিমানী ঘুম পাড়াতে আসে।

আমার নিঃশ্বাসে আজকাল তুমি নেই,
কিন্তু থেমে গেলেই কেমন দম বন্ধ লাগে।
তোমার অনুপস্থিতি এখন আমার চেয়েও বেশি জায়গা দখল করে এই ঘরে।

আমি আর জেগে উঠি না তোমার ডাকে-
তবু ঘুম ভাঙে ঠিক সেই মুহূর্তেই, যেটা ছিল ‘আমাদের সময়।’

শব্দহীন এই সহবাসে, আমরা দু’জনেই আছি-
ফিরিনি কেউ, কেউ যাইনি।

 

তন্ময় সিংহ রায়

Articles Bangla

Recent Posts

স্বামী বিবেকানন্দ– বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টির সেই মুহুর্ত!

মানবতার মন্দিরে ধর্ম এক সুর সে মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, কিংবা হোক বৌদ্ধ, জৈন…

2 days ago

মায়ান রহস্য– হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধানে!

হারানো সভ্যতার নিঃশ্বাস ঘন জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে প্রাচীন পাথরের দেয়াল; লতা-গুল্ম যেন সময়ের…

3 days ago

ঈশ্বর এখন রাজনীতির প্রার্থী!

রাজনীতি এখন ধর্ম নয়, রক্তচাপ মানুষ এখন শুধু ভোটে রাজনীতি করে না– রাগে, ভালোবাসায়, ঘুমে,…

5 days ago

ঈশ্বর আছেন, না নেই?– ন্যায়ের পরীক্ষা!

ঈশ্বর আছেন, না নেই?– ন্যায়ের খাঁড়ায় বিশ্বাস ও অস্থিরতা মানুষের মন বহুবার একই জায়গায় এসে…

6 days ago

ডিজিটাল ভ্রমণ– রহস্য-রোমাঞ্চে ভরা পৃথিবী!

পৃথিবীঃ এক ঘূর্ণনশীল অবিরাম রহস্যের জন্মভূমি পৃথিবী আমাদের জন্মভূমি, এক অবিরাম রহস্যের ঘূর্ণায়মান গ্রহ। আমরা…

6 days ago

ছায়ারও নিজস্ব সত্য আছে!

ছায়ারও নিজস্ব সত্য আছে, শুধু আলো বেশি পেলে– ওটা দেখা যায় না।  

1 week ago