বাতাস এসেছিল আজ আমার ঘরে,
বুঝিয়ে গেল-
কিছু ফেরা হয় না।
কিন্তু সব হারায় না-
কিছু ভালোবাসা রয়ে যায় উচ্চারণহীন।
তোমার শরীরে এখন নীরব সময়ের
গন্ধ-
চোখে আছে সন্ধ্যে নামা আকাশের ক্লান্তি!
ঘরের কোণে কোণে ঘুরে বেড়ায় নাতির হাসি।
( যাঁদের “বাবা” নামক বটগাছ হারিয়ে গেছেন জীবন থেকে-
তাঁদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট ও সাধারণ নিবেদন:
পড়তে পারেন নিচের লিঙ্কে ক্লিক করেঃ)
অথচ তুমি নাকি মাঝে মাঝে থেমে যাও হঠাৎ-
হয়তো পুরনো একটা নাম, হয়তো এক অচেনা কাঁপুনি-
যা বাতাসে লুকিয়ে ছিল চিরকাল।
আমি তাকিয়ে থাকি শূন্যে-
ভাবি কোনও এক জন্মে আবার আমরা হঠাৎ দেখা হয়ে যাব বাতাসের ভিতরেই।
তন্ময় সিংহ রায়