নাই যদি হয় এ জীবনে আর কভু দেখা- যা বাতাস বলে দিস তাঁকে, আজও আমি একা!
Read More »অপেক্ষার শেষ প্রহর!
অপেক্ষার শেষ প্রহরে দাঁড়িয়ে বুঝলাম- প্রতিশ্রুতিও ঋতু হয়, সময় ফুরোলেই বদলে যায়। তুমিই তো সেই দুর্লভ যাত্রী- যে আমার হৃদয়ে এসে চুরি করে নিয়ে গেলে সমস্ত আলো, আবার হৃদপিণ্ডটাকেও ফেলে দিয়ে গেলে কৃষ্ণগহ্বরে।
Read More »ভিতরে বরফ জমে আছে!
শূন্যতাও কথা বলে, তবু তোমায় ডাকি কাছে। চোখে জল নেই, শুধু ভিতরে বরফ জমে আছে!!
Read More »দূরে থেকেও কাছে থাকা যায়!
দূরে থেকেও যায় থাকা কাছে। হৃদয় চাইলে, চাঁদও ঝুলবে গাছে।
Read More »বিধাতার খেলা!
বিধাতা বলল, ‘পুড়তে হবে,’ আমি বললাম, ‘আজ্ঞে!’ তাই আজীবন তুমি হৃদয়েই ছিলে, ছিলে না শুধু ভাগ্যে !
Read More »ভালোবাসার মূল!
করুক প্রবেশ মন গভীরে ভালোবাসার মূল, আমি না হয় বৃন্ত হব, তুই হোস ফুল।
Read More »দীর্ঘশ্বাস!
আজও সে আসে- গহীন রাতের পাঁজরে, একা দীর্ঘশ্বাসে!
Read More »