একদিন সব থেমে যাবে। যে দৌড় আজ এত জরুরি মনে হয়, সে দৌড় একসময় দাঁড়িয়ে থাকবে অচল হয়ে। সময় তখন আমাদের হাতে থাকবে না, আমরা থাকব সময়ের হাতে- একটা ক্ষণিকের শ্বাসের মত। অসমাপ্ত কথারা ঝুলে থাকবে বাতাসে, অপূরণীয় স্বপ্নগুলো ছিঁড়ে যাবে মেঘের মত- আকাশ জুড়ে ভেসে বেড়াবে, এরপর ধীরে ধীরে …
Read More »