গ্লোবাল ওয়ার্মিং সতর্কতা: এখনই সময় জেগে ওঠার!🌡️

বিশ্ব আজ দাঁড়িয়ে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি-

গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন।

সহজ-সরল ভাষায় পৃথিবীর তাপমাত্রা অবিরত বেড়ে চলা,
অর্থাৎ, পৃথিবীর জ্বর এখন গিয়ে পৌঁছেছে ১০৭.৬° F- এ,
পৃথিবীর ব্রেইন ড্যামেজ, সে বাঁঁচবে কি না, এখন সেটাই রীতিমতন যথেষ্ট উদ্বেগের।

বর্তমানের কঠিন সত্যঃ

এটা এখন কিন্তু আর কোনো ভবিষ্যতের শঙ্কা নয়,
বর্তমানের এক কঠিন সত্য।

বরফ গলছে মাত্রাতিরিক্ত হারে,
ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়ছে,

বনাঞ্চল পুড়ে হয়ে যাচ্ছে ছাই,
পাশাপাশি জলবায়ুর চরম পরিবর্তন প্রতিশোধস্বরূপ
নির্দয়ভাবে ধ্বংস করছে কৃষি, প্রাণী ও মানুষের জীবনচক্রকে।

আমাদের উদাসীনতা ও ভবিষ্যৎ প্রজন্মের মাশুলঃ

আজও আমরা চুপচাপ, অসচেতন, উদাসীন,
কিন্তু ভবিষ্যৎ পরিণাম?
আগামী প্রজন্মকে গুনতে হবে এর অকল্পনীয় মাশুল,
প্রভাব : পানীয় জলের হাহাকার, শ্বাস নেওয়ার জন্যে বিশুদ্ধ বাতাসের অভাব।
প্লাস্টিক, কার্বন নিঃসরণ, নির্বিচারে গাছ খুন –
সব মিলিয়ে আমরা নিজেরাই বাজাচ্ছি নিজেদের মৃত্যুঘন্টা!

(মানুষ কিভাবে ধীরে ধীরে প্রকৃতিকে শেষ করে দিচ্ছে-
জানতে হলে
পড়তে পারেন নিচের লিঙ্কে ক্লিক করেঃ)

প্রকৃতির অবমাননাঃ মানব সভ্যতার অস্তিত্ব সংকটের পূর্বাভাস!

সময় কি এখনও হাতে আছে?

এখন আর সময় কি আছে?
(হয়তো তখন লিখতে হবে, “এখন আর সময় নেই , কিচ্ছু করারও নেই”)
দাঁত থাকতে দাঁতের মূল্য আজও আমরা দিই না-
তবুও,

করণীয় পদক্ষেপঃ

✅ গাছ লাগানো উচিৎ যথেষ্ট পরিমাণে।
✅ সময়-সুযোগ হলেই অন্যদের এ কাজে করা উচিৎ আগ্রহী।
✅ প্লাস্টিকের ব্যবহার একেবারে উচিৎ বন্ধ হওয়া।
✅ নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যেতে হবে যত শীঘ্র সম্ভব।
✅ সচেতন হওয়া উচিৎ নিজেদের ও উচিৎ অন্যদের সচেতন করা।
✅ আগে পরিবেশ রক্ষা, গণতন্ত্রের সরকারের মাথায় এটা স্থায়ীভাবে                            বসিয়ে দেওয়া।

এ শুধু পরিবেশ রক্ষার লড়াই নয়,
অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইঃ

এটা কিন্তু আজ শুধু পরিবেশ রক্ষার লড়াই আদৌ নয়,
এটা আজ আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।

সময় যদি আমাদের এখনও না আসে সোচ্চার হওয়ার,
দায়িত্ব নেওয়ার, সচেতন করার, হওয়ার, তো আগামীতে দাঁড়িয়ে পথ খোলা একটাই- ধ্বংসের করাল গ্রাসে পড়ে নিশ্চিহ্ন হওয়া।

প্রযুক্তির উপর নির্ভরশীলতা কি সমাধান?

আমরা কি এখনও বসে আছি ভেবে?
যে প্রযুক্তি আর বিজ্ঞান ছুটে চলেছে যে দুর্বার গতিতে,
মানুষ বের করেই ছাড়বে এর কিছু না কিছু সমাধান?

কিন্তু এটাও যেন আমরা মনে রাখি,
প্রকৃতি একবার চুড়ান্ত রায় দিলে,
মানবসভ্যতার কোনও বৈজ্ঞানিক, প্রযুক্তিগত দম্ভই তা পারবে না ঠেকাতে।

প্রকৃতির সতর্কবার্তাঃ

আজকের যে চরম গরম, হঠাৎ অস্বাভাবিক বৃষ্টি, খরা আর ভয়ঙ্কর
ঘূর্ণিঝড় আমরা দেখছি-
সেগুলোই আসলে প্রকৃতির বারংবার সতর্কবার্তা।

সমুদ্রের মাছ কমছে, জলের উৎস শুকিয়ে যাচ্ছে,
গ্রামগুলো রূপান্তরিত হচ্ছে মরুভূমিতে।

তবুও আমরা উদাসীন, অসচেতন।
অথচ সময় ফুরিয়ে আসছে দ্রুত হারে।

শহুরে আরাম বনাম গ্রামের কৃষকের যন্ত্রণাঃ

আমরা যখন শহরের কংক্রিটের অট্টালিকায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে
আরাম করছি-
তখন গ্রামের কৃষক, ফসলহীন জমিতে দাঁড়িয়ে
আকাশের দিকে হাঁ করে তাকিয়ে হন্যে হয়ে খুঁজে চলেছে এক টুকরো মেঘ।

বৈষম্যের নির্মম উদাহরণঃ

ঠাণ্ডা কোকের বোতল হাতে নিয়ে আমরা যখন
টিভিতে জলবায়ু সম্মেলনের খবর দেখি-
তখন আফ্রিকার কোনও এক শিশু দূষিত জল খেয়ে লড়ছে মৃত্যুর সাথে।

এই বৈষম্য, এই অবহেলা, এই উদাসীনতা-
একদিন বুমেরাং হয়ে ফিরবে আমাদের দিকেই,
আর তখন এক বুক অপরাধ বোধে চুপ করে দাঁড়িয়ে দেখতে হবে ধ্বংসলীলা।

পৃথিবীর প্রতিশোধঃ

পৃথিবীর তখন আর বাড়িয়ে দেবে না বাঁচানোর হাত,
বরং নিজের ভারসাম্য ফেরাতে মুছে ফেলবে আমাদের’ই।

আমরা যদি এখনই না বদলাই-
হয়তো আগামী ২০, ৩০ অথবা ৫০ বছরের মধ্যেই
বিশ্বের অনেক বড় বড় শহর তলিয়ে যাবে সমুদ্রের নিচে।

কোলকাতা, মুম্বই, নিউইয়র্ক, টোকিও-
সব নাম একদিন হারিয়ে যাবে ইতিহাসের পাতায়।

ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তনঃ

আমরা চাইলে পৃথিবীকে ফিরিয়ে দিতে পারি এর স্বাভাবিক ছন্দে।
কিছুটা হলেও সময় আছে আমাদের হাতে।
কিন্তু এভাবেই চললে আমাদের মেনে নিতেই হবে পৃথিবীর প্রতিশোধকে।

ছোট ছোট বদল আনতে হবেঃ

নিজেদের মধ্যে ছোট ছোট বদল আনতে হবে, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে।

  • একটা প্লাস্টিক ব্যাগের বদলে একটা কাপড়ের ব্যাগ ব্যবহার।
  • প্রতিদিন যথাসম্ভব জল বাঁচানো।
  • প্রতি মাসে অন্ততপক্ষে ৫ টা গাছ লাগানো।
  • বায়ু দূষণ কমাবার জন্যে যথা সম্ভব পদক্ষেপ ইত্যাদি।

আর এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ মিলেই গড়ে তুলতে পারে
এক মহৎ পরিবর্তন।

সর্বোপরি-
আমাদের প্রতিদিনের জীবনযাত্রাই হওয়া উচিৎ পরিবেশবান্ধব।

ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমাদের দায়িত্বঃ

আমরাই পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে
এক সুস্থ-সবল পৃথিবীকে রেখে যেতে।

মনে রাখতে হবে, আমাদের আসল ঘর কিন্তু একমাত্র এই পৃথিবীই।
সেই ঘর নিশ্চিহ্ন মানেই আমাদের অস্তিত্ব শেষ!!

অজুহাতের ভাণ্ডার বনাম বাস্তবতাঃ

আমাদের অজুহাতের ভাণ্ডার কিন্তু অশেষ-

সময় নেই, সুযোগ নেই, দায়িত্ব কারো না, আমিই বা একা কি করতে পারি?
কিন্তু মনে রাখতে হবে-
পৃথিবী ধ্বংসের দায় একা আপনার-আমার নয়।
আমাদের প্রত্যেকের খণ্ড দায়িত্ব মিলে তৈরি করছে এই বিশাল বিপর্যয়।

শিশুর ভবিষ্যতের দায় কার?

আজকের শিশু যদি আগামীকাল বিষাক্ত বাতাসে প্রথম শ্বাস নেয়,
তবে সে দায় কার?
আপনার? আমার?
না কি, সেই শিশুটার, যে জন্মেই পেল না বাঁচার ন্যূনতম অধিকারটুকু?

যেদিন শিশুর প্রথম খেলনা হবে ইনহেলার-
সেদিন সভ্যতা দোষারোপ করবে কাকে?
শিল্প কারখানার ধোঁয়াকে, না কি রাজনীতির মঞ্চে বসে থাকা নির্বিকার নেতাদের?
না কি আমাদেরই-
যারা আজও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কৃত্রিম আরামে হারাচ্ছি
বাস্তবের ভয়াবহতা?

প্রকৃতি সবার জন্যে সমানঃ

প্রকৃতি কিন্তু সবার জন্য সমান।

আপনি শহরে থাকুন, বা গ্রামে, বা মফস্বলে।
আপনি ধনী হন, বা হন দরিদ্র-
ঝড়, বন্যা, ভূমিকম্প, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়
কিন্তু আদৌ মানে না কোনও ভেদাভেদ।

তখন কোটিপতির অট্টালিকা যেমন গুঁড়িয়ে যাবে মাটিতে,
গরিবের কুঁড়েঘরও ঠিক তেমনই মিশে যাবে মাটির সাথে।

সভ্যতার কফিনে শেষ পেরেকঃ

পৃথিবীর তাপমাত্রা বাড়ছে,
কিন্তু কমছে আমাদের সহ্যশক্তি।

শিশুরা অসুখে ভুগছে,
প্রাণীরা হারাচ্ছে নিজেদের বাসস্থান।

কৃষক হারাচ্ছে ফসল-
আর আমরা?
নিজেদের অজান্তেই সভ্যতার নাম দিয়ে প্রতিদিন
আরো একটা করে পেরেক ঠুকছি নিজেদের কফিনে।

প্রশ্ন একটাই :আমরা কি থামবো?

আজ মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে একটাই প্রশ্ন-
আমরা কি থামবো?
না কি এই দৌড়ে ছুটে গিয়ে শেষ অবধি
নিজেদের ধ্বংসকেই ভাববো উৎস?

আমাদের মনে রাখা দরকার, পৃথিবী কিন্তু মারা যাবে না,
সে তার নিজের ভারসাম্য ফেরাবে যেভাবেই হোক।
নিশ্চিহ্ন হব শুধু আমরা,
আর আমাদের ভুলে বিভিন্ন গাছ-লতা থেকে অন্যান্য পশু-পাখি।

আমাদের সাধের শহর, গ্রাম, ভাষা, সংস্কৃতি, ইতিহাস
সব হারিয়ে যাবে কালের গর্ভে।
পৃথিবী কিন্তু থাকবে সেদিনও, কিন্তু আমাদের ছাড়া।

শেষ প্রজন্ম হতে চাই?

তাহলে কি চাই আমরা?
একদিন নিজেদের নাম স্মৃতিস্তম্ভে খোদাই করা-
“এরাই ছিল পৃথিবীর শেষ প্রজন্ম?”

পরিবেশপ্রেমীদের ভূমিকা ও সরকারের পদক্ষেপঃ

বিশেষতঃ পরিবেশপ্রেমীদের কি উচিৎ নয় আরও এগিয়ে আসা?
এই ভয়াবহ পরিস্থিতির বুকে দাঁড়িয়ে
সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কি সময় এখনও আসেনি?

NASA অফিসিয়াল তথ্যঃ

নিচে NASA – এর অফিসিয়াল ওয়েব সাইট-এর
লিঙ্ক দিলাম, দেখুন তো রাতের ঘুম উড়ে যায় কি না?
NASA Official Website Link Below :
[Carbon Dioxide, Global Temperature, Methane,
Arctic Sea Ice Minimum Extent, Ice Sheets, Sea Level,
Ocean Warming.
এর প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন।]

সচেতন হন, করুন ও পদক্ষেপ নিনঃ

ছোট্ট এই আর্টিকেলটা শুধু পড়েই
থেমে যাওয়ার এ সময় টুকুও বোধহয় আর নেই আমাদের হাতে।

আমাদের নিজেদের স্বার্থে এটাকে শেয়ার করুন,
কথা বলুন, পদক্ষেপ নিন।
কারণ এই সুন্দর পৃথিবী’ই আপাতত
একমাত্র আমাদের রাখতে পারে বাঁচিয়ে,
তথা টিকিয়ে রাখতে পারে বিশেষত সমগ্র মানব জাতির অস্তিত্বকে,
মনে রাখুন-
এই বাতাস, এই জল, এই মাটি, এই পৃথিবীর যা কিছু–
সব’ই কিন্তু আমাদের।
📢 আপনার মতামত জানাতে কমেন্ট করুন,
আর পরিবেশ সচেতন এমন লেখা পেতে
চোখ রাখতে পারেন আমাদের পেজে। 🌱

 

 

তন্ময় সিংহ রায়

Join Our Newsletter

We don’t spam! Read our privacy policy for more info.

About Articles Bangla

Check Also

বারমুডা ট্রায়াঙ্গেলঃ মায়ামি, হ্যামিলটন, সান হুয়ানের ত্রিভুজ। গভীর সমুদ্রে রহস্যময় স্টার গেট, জাহাজ ও বিমান নিখোঁজ।

বারমুডা ট্রায়াঙ্গেল– সমুদ্রের অদৃশ্য রহস্য ত্রিভুজ!

রহস্যের সামনে নির্বাক সভ্যতাঃ পৃথিবী– এর গর্ভে আজও যে কত বিষ্ময় লুকিয়ে রেখেছে, বিজ্ঞান-প্রযুক্তির এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *